
N
Noun
Noun is a naming word. [Name is an addressing or identifying word]
যে কোন কিছুর নামকেই NOUN বলে।
Example: Dhaka, Pen, River, Light, Kindness, Water, Suger
*Note: Number, Gender, Article, Person all are the parts of Noun
Classification of Noun:
- Abstract noun (বিমূর্ত NOUN): The noun which has no shape, no side, no presence, no volume and which can only be felt is Abstract Noun.
যে NOUN ধরা যায় না, ছোঁয়া যায় না; শুধু উপলব্ধি করা যায় সে NOUN কে Abstract Noun বলে।
Example: Honesty, Kindness, Knowledge, etc.
#Note: (a) Abstract Noun এর পূর্বে Article বসে না। (b) Abstract Noun সবসময়
- Concrete Noun (মূর্ত NOUN): Abstract Noun ছাড়া বাকি সব Concrete Noun.
Example: Rahim, Dhaka, City, Boy, Team, River, Pen etc.
Classification of Concrete Noun:
Concrete Noun -৪ প্রকার। যথাঃ
- Proper Noun [Definite Name]: যে Noun দ্বারা নির্দিষ্ট কোন কিছুর নাম বোঝায় তাকে Proper Noun বলে।
Example: Dhaka, Padma, Rahim
#NOTE:
- সাধারনত Article বসে না।
- সাধারনত Singular ।
N.B. – ঐতিহাসিক, ভৌগোলিক, প্রাকৃতিক ও প্রসিদ্ধ নামের পূর্বে সর্বদা “The” বসে।
Example: The battle of Palashi. ; The U.S.A. ; The holy Quran.
- Common Noun [General Name]: যে Noun নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে তাদের জাতিকে বোঝায় তাকে Common Noun বলে।
সহজ ভাষায়, কোন কিছুর সাধারন নামকেই Common Noun বলে।
Example: Pen, City, River, Boy
Note:
- Singular Common Noun এর পূর্বে অবশ্যই Article বসে।
- সংখ্যা বোঝাতে a, an এবং জাতি বোঝাতে The বসে।(Ex: The Cow)
- Common Noun-কে Plural করা যায়।
- c) Collective Noun [Combined Name]: যে Noun দ্বারা কোণ ব্যক্তি, বস্তু বা জাতিকে না বুঝিয়ে তাদের দ্বারা গঠিত কোন সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।
Example: Our army is strong. ; Our team has won the game. ; We will arrange a party.
#Note:
- Singular collective noun এর পূর্বে অবশ্যই Article বসে।
- Singular collective noun Plural করা যায়।
- d) Material Noun: যে Noun দ্বারা এমন কোন কিছু বোঝায় যা গণণা করা যায় না, শূধু পরিমাপ বা ওজন করা যায় তাকে Material Noun বলে।
Example: Water, Sugar, Gold
#Note: * সাধারনত Article বসে না। কিন্তু নির্দিষ্ট বোঝালে Article বসে।
- সাধারনত Plural করা যায় না। সর্বদাই Singular।
- ওজন করা হয়, গণণা করা হয় না।
গণণার দিক দিয়ে Noun আবার দুই প্রকার। যথাঃ
- Countable Noun: যে noun গণণা করা যায় তাকে Countable noun বলে। [The noun which is counted is countable noun]
Example: A boy, Two girls, Three, A journey, A newspaper
#NOTE: Countable Noun সাধারনত গণণা করা হয়, ওজন করা হয় না।
- Uncountable Noun: যে noun গণণা করা যায় না, শুধু পরিমাপ করা যায় তাদেরকে Uncountable Noun বলে। [The noun which is not counted is uncountable noun]
#Note:
অল্প বা কম বোঝাতে |
Uncountable Noun | এর পূর্বে | little |
বসে |
অল্প বা কম বোঝাতে |
Countable Noun | এর পূর্বে | a little | বসে |
অল্প বা কম বোঝাতে | Uncountable Noun | এর পূর্বে | much | বসে |
অল্প বা কম বোঝাতে | Countable Noun | এর পূর্বে | many | বসে |
অল্প বা কম বোঝাতে | Uncountable Noun | এর পূর্বে | few | বসে |
অল্প বা কম বোঝাতে | Countable Noun | এর পূর্বে | a few |
বসে |