N

Noun

Noun is a naming word. [Name is an addressing or identifying word]
যে কোন কিছুর নামকেই NOUN বলে

Example: Dhaka, Pen, River, Light, Kindness, Water, Suger
*Note: Number, Gender, Article, Person all are the parts of Noun

Classification of Noun:

  1. Abstract noun (বিমূর্ত NOUN): The noun which has no shape, no side, no presence, no volume and which can only be felt is Abstract Noun.

যে NOUN ধরা যায় না, ছোঁয়া যায় না; শুধু উপলব্ধি করা যায় সে NOUN কে Abstract Noun বলে
 
Example: Honesty, Kindness, Knowledge, etc.

#Note: (a) Abstract Noun এর পূর্বে Article বসে না। (b) Abstract Noun সবসময়
 

  1. Concrete Noun (মূর্ত NOUN): Abstract Noun ছাড়া বাকি সব Concrete Noun.

Example: Rahim, Dhaka, City, Boy, Team, River, Pen etc.

Classification of Concrete Noun:
Concrete Noun -৪ প্রকার। যথাঃ

  1. Proper Noun [Definite Name]: যে Noun দ্বারা নির্দিষ্ট কোন কিছুর নাম বোঝায় তাকে Proper Noun বলে।

Example: Dhaka, Padma, Rahim
#NOTE:

  • সাধারনত Article বসে না।
  • সাধারনত Singular

N.B. – ঐতিহাসিক, ভৌগোলিক, প্রাকৃতিক ও প্রসিদ্ধ নামের পূর্বে সর্বদা “The” বসে
Example: The battle of Palashi. ; The U.S.A. ; The holy Quran.

  1. Common Noun [General Name]: যে Noun নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে তাদের জাতিকে বোঝায় তাকে Common Noun বলে।

সহজ ভাষায়, কোন কিছুর সাধারন নামকেই Common Noun বলে।
Example: Pen, City, River, Boy
Note:

  • Singular Common Noun এর পূর্বে অবশ্যই Article বসে।
  •  সংখ্যা বোঝাতে a, an এবং জাতি বোঝাতে The বসে।(Ex: The Cow)    
  •  Common Noun-কে Plural করা যায়।
  1. c) Collective Noun [Combined Name]: যে Noun দ্বারা কোণ ব্যক্তি, বস্তু বা জাতিকে না বুঝিয়ে তাদের দ্বারা গঠিত কোন সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।

Example: Our army is strong. ; Our team has won the game. ; We will arrange a party.
#Note:

  • Singular collective noun এর পূর্বে অবশ্যই Article বসে।
  • Singular collective noun Plural করা যায়।
  1. d) Material Noun: যে Noun দ্বারা এমন কোন কিছু বোঝায় যা গণণা করা যায় না, শূধু পরিমাপ বা ওজন করা যায় তাকে Material Noun বলে।

Example: Water, Sugar, Gold
#Note: * সাধারনত Article বসে না। কিন্তু নির্দিষ্ট বোঝালে Article বসে।

  • সাধারনত Plural করা যায় না। সর্বদাই Singular।
  • ওজন করা হয়, গণণা করা হয় না।

 
গণণার দিক দিয়ে Noun আবার দুই প্রকার যথাঃ

  1. Countable Noun: যে noun গণণা করা যায় তাকে Countable noun বলে। [The noun which is counted is countable noun]

Example: A boy, Two girls, Three, A journey, A newspaper

#NOTE: Countable Noun সাধারনত গণণা করা হয়, ওজন করা হয় না।

  1. Uncountable Noun: যে noun গণণা করা যায় না, শুধু পরিমাপ করা যায় তাদেরকে Uncountable Noun বলে। [The noun which is not counted is uncountable noun]

 

#Note:

অল্প বা কম বোঝাতে

Uncountable Noun এর পূর্বে little

বসে

অল্প বা কম বোঝাতে

Countable Noun এর পূর্বে a little বসে
অল্প বা কম বোঝাতে Uncountable Noun এর পূর্বে much বসে
অল্প বা কম বোঝাতে Countable Noun এর পূর্বে many বসে
অল্প বা কম বোঝাতে Uncountable Noun এর পূর্বে few বসে
অল্প বা কম বোঝাতে Countable Noun এর পূর্বে a few

বসে

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *