ডে ডেটা কমিউনিকেশন কী? উত্তরঃ কমিউনিকেশন শব্দটি Communicare শব্দ হতে এসেছে যার অর্থ to share (আদান-প্রদান/ বিনিময়)। একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইস যেমন- মোবাইল, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট জিপিএস নেভিগেটের ইত্যাদির মাধ্যমে তথ্য আদান-প্রদান বা তথ্যের বিনিময়কে ডেটা কমেউনিকেশন বা ডেটার স্থানান্তর বলা হয়। ডেটা কমিউনিকেশন সিস্টেমঃ যে সিস্টেমে […]
ল লজিক গেট মূলত কি? উত্তরঃ লজিক গেট হচ্ছে এক ধরণের ইলেকট্রনিক সার্কিট। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে যখন বুলিয়ান অ্যালজেবরার ব্যবহারিক প্রয়োগ করা হয় তখন তাকে বলে লজিক গেট। লজিক গেটসমূহ লজিক হাই ‘1’ এবং লজিক লো ‘0’ এই দুটি বাইনারী লজিক নিয়ে কাজ করে। ইতোমধ্যে তোমাদের মাথায় প্রশ্ন এসে গেছে “বুলিয়ান অ্যালজেবরা” কি ? আমরা জানি কম্পিউটার বা ইলেক্ট্রনিক […]