Literature Canton

ভালোবাসার বেলাভূমিতে

প্রতিদিন নব নব রূপে ধরা দেওয়ার ক্ষমতা ভালোবাসারই আছে।
কল্পনা জগতের যতো নয়নাভিরাম নকশা ভালোবাসাই আঁকে।
ওটা আমার বাবার সম্পত্তি নয়, কিন্তু তুমি শুধু তোমার ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়েই ব্যস্ত,
আক্ষেপ, আমার দিকে ফিরেও দেখলে না।
যদি তুমি জানতে এ ভুবনে কিছুই বিশুদ্ধ নয়,
মিশ্রনে আসে নতুনত্ব, আসে কল্যাণ।
ভালোবাসাই একমাত্র বস্তু যা সভ্যতার উন্নতির বহুকাল আগেই দূরত্ব, পার্থক্যের বিনাশ করেছে।
তুমি এখনও সেই দূরত্বে পড়ে রয়েছো।
হৃদয় যদি ভালোবাসার তীর্থভূমি হয়,
তো এই হৃদয় কবে দূরত্ব আর ভিন্নতার তোয়াক্কা করেছে?
ভালোবাসার প্রকাশ এতই বহুরূপী, এতই ভিন্ন, জটিল তো হবেই,
সবকিছুই আবিষ্কার হলে কৌতুহল যে গলায় ফাঁস দেবে!
বাঁধ দিয়ে হয়তোবা ‌জল রোধ সম্ভব কিন্তু ভালোবাসা?
তর্ক থাকবে, ঝগড়া-মনমালিন্য থাকবে, থাকবে মনকষাকষি, তেমনি গ্ৰহনীয়তার‌ মাত্রাও বাড়াতে হবে ক্ষণে ক্ষণে।
শব্দ নিয়ে খেলা ভালো কিন্তু সেটা সাহিত্যে, জীবনে নয়,
শব্দের ফাঁদ এড়িয়ে চলতে শেখো।
নাহলে‌ নিজেকে নিজের ঠকাতে হবে,
নিজের কাছেই পরাস্ত হবে বারবার, ক্রমাগত!

© Md Zahid Ansari

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *