Literature Canton

প্রতীক্ষা যেন আমার

কবিতাঃ প্রতীক্ষা যেন আমার

আমি উপস্থিত সাক্ষী –
সেই পেশীবহুল কব্জির
সেই বজ্রকঠোর ধ্বনির
সেই উদ্ধত আচরণের
সেই অটল চরিত্রের
সেই অপরাজিত উদ্দ্যমের
সেই দুঃসাহসিক চেষ্টার
সেই অনল চক্ষুর
সেই দৃপ্ত পদের
সেই উদার মনের
সেই পবিত্র চিন্তার

অংশবিশেষ আমি তোমার-
তবুও কত গোজামিল
নেই ধ্যানধারণায় মিল
নেই চিন্তায় মিল
নেই অভ্যাসে মিল
শুধু আছে স্বভাবে মিল!

তবুও বলে রাখি-
এসেছি ধরণীতে যখন
চিন্হ রেখে যাবো তখন
দুনিয়াবী ছেড়ে যাবো যখন
অপারে সাক্ষাৎ হবে তখন!

প্রতীক্ষা যেন আমার-
বৃদ্ধ হবার নয়
মৃত্যুকে আলিঙ্গন করবার নয়
মানুষ হবার প্রত্যয়ে নয়
বড় হবার প্রত্যয়ে নয়
সফল হবার প্রত্যয়ে ও নয়
এ যেন বহমান নাগরিক ব্যাস্ত জীবনের দায়!

২৬শে ফেব্রুয়ারি,২০১৯ ইং
রাত,১১ঃ৩৫ ঘটিকা
মালিবাগ,ঢাকা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *