Literature Canton

জমাট-ভাবনা শীতে আরও জমে গেছে অনেক কষ্টে গলাতে হলো……. 

কেউ যখন আমার পছন্দের গান গুন্ গুন্ করে, মনে হয় আমাদের তরকারিতেও হয়তো লবণের মাত্রা একই লাগে।

আর কেউ যখন খোঁজ নেয় তখন এই ব্যস্তময় দুনিয়াকে একটু স্বাভাবিক মনে হয় আর বিপরীতে মনে হয় জম্বিদের মাঝে আছি।

যথাযথ প্রশ্ন অনেক আসে কিন্তু উপযুক্ত উত্তর দিয়ে মানুষ কে সন্তুষ্ট করা বোধহয় মুশকিল!

কংক্রিটের তৈরি পারসেপশান এর প্রাচীর ভেদ করে কোনো ভিন্ন গোলকের বাসিন্দার মনে জায়গা করে নেওয়া মোটেও সহজ নয়, এই যুদ্ধে বিজয়ী হতে গেলে ধৈর্য্যকে বর্ম আর ভালোবাসা কে তলোয়ার করতে হবে।

মনের দুয়ার খোলা ছিল তাই প্রবেশে যেমন বাধা ছিলনা তেমন বাইরে ঠেলে দেওয়া ও সহজ…তাই‌ কোনো সময় দরজা বন্ধ করে নো এন্ট্রি বোর্ড ও ঝোলাতে হয় বৈকি…

তোমাকে জানতে হবে কখন ব্যাট মাটিতে রাখবো আর কখন তুলবো…. শুধু এইটুকুই… স্কোরবোর্ড তোমার জয়গানই গাইবে…

 

© Md Zahid Ansari

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *