বাংলা

গল্পের মাধ্যমে বাংলা ভাষার শব্দ ভান্ডার (বিদেশী শব্দ)

ফারসি শব্দঃ

(I) ধর্ম সংক্রান্ত ফারসি শব্দঃ

 খোদার নির্দেশে পয়গম্বর নামাজ, রোজা যথাযথ ভাবে পালন করায় তার কোন গুনাহ রইলো না। তাই ফেরেশতা তাকে দোযখের পরিবর্তে বেহেশতে নিয়ে গেলো।

(ii) প্রশাসনিক ও সাংস্কৃতিক ফারসি শব্দঃ

 বেগম তাসনিম বাজারের দোকান থেকে রশদতোষক কিনে দরবারের মেথরের মাধ্যমে চশমার কারখানার কর্মীদের জন্য পাঠালেন। এতে বাদশাহ রাগান্বিত হয়ে দৌলত-উজির ও বান্দাদের নিয়ে বেগমের বিরুদ্ধে নালিশের তারিখ নির্ধারণ করলেন। নালিশে দফতরে মেথরের নিকট থেকে দস্তখত ও জবানবন্দী নেওয়া হল।

 (iii) বিবিধ ফারসি শব্দঃ

 এক আদমি আমদানি-রফতানির নমুনা দেখে বদমাশ ও জানোয়ার ব্যবসায়ীদের বিরুদ্ধে জিন্দা বাজারে ব্যাপক হাঙ্গামা শুরু করল।

  আরবি শব্দ

(I) ag© সংক্রান্তঃ

 আল্লাহ ইসলামের পথে ঈমান এনে যাকাত দান,হজ্জ পালন ও কোরবানি দিতে বলেছেন। ওযু ও গোসল করে তওবা করে তসবিকোরআন তিলাওয়াতের মাধ্যমে কিয়ামতের দিন জান্নাত নিশ্চিত করতে বলেছেন। তাছাড়া হাদীস পড়ার মাধ্যমে হারাম, হালালজাহান্নামের শাস্তি সম্পর্কে জেনে নিতে বলেছেন।

 (ii) প্রসাশনিক ও সাংস্কৃতিকঃ

 আদালতে মহকুমা এজলাস,উকিল,মুন্সেফমোক্তারের কাছ থেকে আলেম ইনসানের দোকান থেকে ঈদের দিন নগদবাকি খাওয়ার কেচ্ছা শুনলেন।পরে আসামীগায়েবের উপর শুনানীর পর  কিতাব-এলেমকানুনের মাধ্যমে দোয়াত ও কলম হাতে নিয়ে মামলা খারিজের রায় দিলেন।

 

 

***পরিবর্তিত ইংরেজি উচ্চারণঃ

         ইদানিং অফিস, ইস্কুল, হাসপাতালে আফিম ও মদের বোতলের বাক্স পাওয়া যাচ্ছে।

 

 

পর্তুগীজ শব্দঃ

  গীর্জার পাদ্রী নিজে আনারসপাউরুটি বালতিতে ভরে গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে গেলো। এক চোর এসে আলপিন দিয়ে খুলে সব নিয়ে গেল।

 

ফারসি শব্দঃ

 রেস্তেরার ডিপোতে কুপন নিয়ে কার্তুজ রাখতে হয়।

 

 ওলন্দাজ শব্দঃ

 যাযাবর ছেলেটি ইস্কাপন, হরতনরুইতনের টেক্কা পাওয়ার তুরুপ করল।

 

 তুর্কি শব্দঃ

 দারোগা সাহেব চোর  চাকরকে ধরার জন্য চাকু দিয়ে তোপ ফেলল।

 

 জাপানি শব্দঃ

 ক্যারাটে জুডো হাসনাহেনা ফুল কেনার জন্য রাতের অন্ধকারে হারিকিরি জ্বালিয়ে রিকশা করে বাজারে গেল এবং সাম্পান করে ফিরে এল।

 

 লিখেছেন,

   Shazarul Islam Bappi,
   EEE, RUET.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *