
ব্যস্ত জনতার ভিড়ে
দীর্ঘ ট্রাফিকের জ্যামে
রাস্তার তপ্ত পিচে
আমায় খুজে পাবে।
নতুন বইয়ের মোলাটে
লাইব্রেরির অন্ধকার কর্নারে
প্রেমিক-প্রেমিকার গুন্জ্ঞনে
আমায় খুজে পাবে।
পাখির কলতানে
দক্ষিণের মৃদু বাতাসে
ঝড়ের অশনি সংকেতে
আমায় খুজে পাবে।
পথশিশুর অভুক্ত রাত্রিতে
ভিখারিণীর খসখসে তালুতে
উদ্ধাস্তুুর হাহাকারে
আমায় খুজে পাবে।
হঠাৎ ভীষণ খরাতে
মাঠের অনন্ত ফাটলে
কৃষাণীর ক্রন্দনে
আমায় খুজে পাবে।
হঠাৎ ঝড়ের তান্ডবে
শক্তিশালী স্রোতের আঘাতে
ভেঙ্গে পড়া গাছের গুড়িতে
আমায় খুজে পাবে।
শিশুর হাসিতে
তারুন্যের বুদ্ধিদীপ্ত ঝলকে
বৃদ্ধের অভিজ্ঞতার চলনে
আমায় খুজে পাবে।
আকাশের বিশালতার শেষে
সমুদ্রের গভীরতার অন্তে
অসীম সাহসের মধ্যে
আমায় খুজে আমায়।
কোথায় পাবে না আমায়! তুমি?