তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

ডে ডেটা কমিউনিকেশন কী?
উত্তরঃ কমিউনিকেশন শব্দটি Communicare শব্দ হতে এসেছে যার অর্থ to share (আদান-প্রদান/ বিনিময়)। একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইস যেমন- মোবাইল, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট জিপিএস নেভিগেটের ইত্যাদির মাধ্যমে তথ্য আদান-প্রদান বা তথ্যের বিনিময়কে ডেটা কমেউনিকেশন বা ডেটার স্থানান্তর বলা হয়।
 ডেটা কমিউনিকেশন সিস্টেমঃ  যে সিস্টেমে উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস এ একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করা যায়, তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে।
  ডেটা কমিউনিকেশন সিস্টেম–এর উপাদানঃ

  1. উৎস
  2. প্রেরক
  3. মাধ্যম
  4. প্রাপক
  5. গন্তব্য


উৎস:  যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে। যেমন- কম্পিউটার, টেলিফোন।
প্রেরক: ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করে। এর কাজ হচ্ছে ডেটাকে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রুপান্তর করা এবং ডেটার নিরাপত্তা বিধানে প্রয়োজনে  একে এনকোড করা। যেমন: মডেম। মানুষের ভাষাকে কম্পিউটারের/মেশিনের ভাষায় পরিনত করাকে এনকোড বলে।
মাধ্যম: যা উৎস ও গন্তব্য ডিভাইসকে যুক্ত করে এবং যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে। মাধ্যম দুই ধরণের হতে পারে। যেমন: তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম।
প্রাপক: কমিউনিকেশন সিস্টেমে যার কাছে ডেটা পাঠানো হয় তাকে প্রাপক বা গ্রাহক বলে। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগনাল গ্রহন করা এবং এ সিগনালকে গন্তব্য ডিভাইসের বোধগম্য(ডিকোড) করে উপস্থাপন করা।কম্পিউটারের/মেশিনের ভাষাকে মানুষের ভাষায় পরিনত করাকে ডিকোড বলে।
গন্তব্য: যার উদ্দেশ্য বা যে যন্ত্রে ডেটা পাঠানো হয় অর্থাৎ ট্রান্সমিশনের পর ডেটা সর্বশেষ যে স্থানে রাখা হয় তাই গন্তব্য বলে। যেমন- কম্পিউটার।
 
ডেটা ট্রান্সমিশন স্পিডঃ এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ট্রান্সমিশন স্পীড এবং প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps ( bits per second ) বা  Bandwidth  বলে ।
 
বাইনারী ডিজিট ০ এবং ১ কে বিট বলে। একে b দ্বারা প্রকাশ করা হয়।

  • ১ বাইট = ৮ বিট
  • ১ কিলোবাইট = ১০২৪ বাইট
  • ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট
  • ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট
  • ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট

 
এই ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিড তিনভাগে ভাগ করা যায়।
যথাঃ
ন্যারো ব্যান্ডঃ  ডেটা ট্রান্সমিশন স্পিড ৪৫ থেকে ৩০০bps। টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়।
ভয়েস ব্যান্ডঃ ডেটা ট্রান্সমিশন স্পিড ৯৬০০ bps। টেলিফোনে বেশি ব্যবহৃত হয়। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়।
ব্রড ব্যান্ডঃ ডেটা ট্রান্সমিশন স্পিড কমপক্ষে ১ Mbps। সাইবার লাইন(ডিএসএল), রেডিও লিংক, মাইক্রোয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিকস্ ব্যবহৃত হয়।

ডেটা ট্রান্সমিশন মেথডঃ যে পদ্ধতিতে ডেটা এক স্থান হতে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে এক বা একাধিক ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন/ট্রান্সমিশন মেথড বলা হয়।

একটি কম্পিউটার যখন আরেকটি কম্পিউটারে ডেটা পাঠায় তখন সেটা যায় সিগন্যাল আকারে। ডেটা  সিগন্যাল বিট আকারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যায়। এখন, একটি কম্পিউটার ডেটা পাঠালেই তো হবে না, অন্য কম্পিউটারকে সেটা বুঝতেও হবে। এখন অন্য কম্পিউটারকে বুঝাতে গেলে ডেটা এমনভাবে পাঠাতে হবে যাতে প্রাপক কম্পিউটার বিটের শুরু ও শেষ বুঝতে পারে। বিটের শুরু আর শেষ বুঝতে না পারলে কম্পিউটার সিগন্যাল গ্রহণ করতে পারে না। কাজেই ডেটা ট্রান্সমিশনে বিটের সমন্বয় অর্থাৎ বিটগুলোকে এমনভাবে সাজানো দরকার যাতে প্রাপক কম্পিউটার সেটা বুঝতে পারে। বিটের এ সমন্বয়কে বলে সিনক্রোনাইজেশন (Synchronization)
কম্পিউটারের বিটের সিনক্রোনাইজেশন তিন ধরনের হয়ঃ
১। এসিনক্রোনাস (Asynchronous)
২। সিনক্রোনাস (Synchronous)
৩। আইসোক্রোনাস (Isochronous)
এসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission)
এসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। একটি ক্যারেক্টার হয় ৮ বিটের। এই ধরনের ট্রান্সমিশনে ৮ বিট ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে ১/২ টি স্টপ বিট যুক্ত হয়। সুতরাং মোট বিটের সংখ্যা হয় ১০ বা ১১ বিট।
এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ (Advantages of Asynchronous Transmission):
১। অল্প করে ডেটা পরিবহনের দরকার পড়ে এমন পরিবেশে যেমন, ইন্টারনেট এই পদ্ধতি বেশি উপযোগী।
২। এতে প্রেরক যেকোনো সময় ডেটা পাঠাতে এবং তা গ্রহন করতে পারে।
৩। প্রেরক কোনো প্রাইমারি স্টেরেজ ডিভাইসের প্রয়োজন হয় না।
৪। ইনস্টলেশন খরচ অত্যন্ত কম।
এসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা (Disadvantages of Asynchronous Transmission):
১। প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট ও একটি স্টপ বিট প্ররণ করতে হয়।
২। এতে অতিরিক্ত বিট ব্যবহার হয় বলে এটি সিনক্রােনাস ট্রানমিশনের চেয়ে কম দক্ষ।
৩। এতে ডেটা ট্রান্সমিশনের গতি কম।
৪। ডেটা স্থানান্তরের কাজ বন্ধ সময় মাধ্যমেটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে।
সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)
সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন প্রক্রিয়ায় প্রেরক প্রান্তে প্রথমে ডেটাকে কোন প্রাইমারী ষ্টোরেজ ডিভাইজে সংরক্ষন করে নেয়া হয় । এর পরে ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক বা প্যাকেটে ভাগ করে নিয়ে প্রতিবার একটি করে ব্লক পাঠানো হয় । প্রতিটি ব্লকে কমপক্ষে ৮০ থেকে ১৩২ টি ক্যারেক্টার থাকে । প্রতি ব্লক ডেটার শুরুতে হেডার (Header)ইনফরমেশন এবং শেষে একটি ট্রাইলার(Trailer) ইনফরমেশন থাকে। দুটি ব্লক পাঠানোর মধ্যবর্তী সময় বা টাইম ইন্টার্ভাল একই থাকে।
সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ (Application of Asynchronous Transmission):
১। স্টার্ট ও স্টপ বিট না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয়।
২। প্রতিটি ক্যারেক্টারের শুরু ও শেষে স্টার্ট বিটের প্রয়োজন না হওয়ায় প্রতিটি ক্যারেক্টরের পর টাইম ইন্টারভেলেরও প্রয়োজন হয় না।
৩। এর দক্ষতা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে বেশি।
৪। সময় তুলনামূলক কম লাগে।
সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ (Disadvantages of Synchronous Transmission):
১। প্রেরক স্টেশনে প্ররকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন  হয়।
২। এটি তুলনামুলক ব্যয়বহুল।
সিনক্রোনাস ও এসিনক্রোনাস ট্রান্সমিশনের পার্থক্যঃ

এসিনক্রোনাস সিনক্রোনাস
ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্যাকেট বাই প্যাকেট
ট্রান্সমিশনের পূর্বে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষন করে রাখতে হয় হয় না
প্রতি ক্যারেক্টারের ট্রান্সমিশনের বিরতি সমান হয় না প্রতি ব্লকের মাঝে বিরতি সমান
দক্ষতা কম বেশী
সময় বেশী লাগে কম লাগে
Start ও Stop বিট থাকে Header ও Trailer থাকে

আইসোক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
আইসোক্রোনাস ট্রান্সমিশন অনেকটা সিনক্রোনাস ট্রান্সমিশনের মতই। এটিকে সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন বললে হয়ত ভুল হবে না। আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়। ট্রান্সমিশন ডিলে মানে একটি ব্লক ডেটা পাঠানোর পর পরবর্তী ব্লকের ডেটা পাঠানোর মধ্যবর্তী সময়।  দুটি ব্লকের মধ্যে ডেটা ট্রান্সফারের সময় ০ একক করার চেষ্টা করা হয়। সুতরাং বুঝতেই পারছ,  এই প্রক্রিয়ায় ডেটা অনেক দ্রুত ট্রান্সফার করা হয়। যেমনঃ USB কেবলে ডেটা ট্রান্সমিশন আইসোক্রোনাস পদ্ধতিতে হয়।
ডেটা ট্রান্সমিশন মোডঃ     ডেটা ট্রান্সমিশন মানে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ডেটা পাঠানো। এখন ডেটা প্রবাহ কোন দিকে হচ্ছে সেটাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে ।
ডেটা ট্রান্সমিশন মোড তিন ধরনেরঃ
১। ইউনিকাস্ট (Unicast) কোন নেটওয়ার্কের  একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহন করতে পারে, ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলে ইউনিকাস্ট নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং একজন ডেটা গ্রহন করছে।
২। ব্রডকাস্ট (Broadcast) কোন নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি প্রাপকই ডেটা পাবে, ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলে ব্রডকাস্ট নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং সবাই ডেটা গ্রহন করছে। যেমন: টেলিভিশন ।
৩। মাল্টিকাস্ট (Multicast) কোন নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি প্রাপক ডেটা পাবে না। শুধুমাত্র নেটওয়ার্কের একটি  গ্রুপ বা  কিছু গ্রুপ ডেটা পাবে, ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলে মাল্টিকাস্ট।  নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং অনেক জন ডেটা গ্রহন করছে কিন্তু সবাই নয়। যেমন: মোবাইলের মেসেজ।
ইউনিকাস্ট মোড (Unicast Mode)
ইউনিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিশনে প্রেরক (কম্পিউটার) এবং প্রাপক (কম্পিউটার) এর মধ্যে ডেটার আদান – প্রদান হয়। এ ট্রান্সমিশন আবার তিন ধরনেরঃ
১। সিমপ্লেক্স
২। হাফ-ডুপ্লেক্স
২। ফুল-ডুপ্লেক্স
সিমপ্লেক্স- এই ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরনের ব্যবস্থা থাকে। যেমন: কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ।
হাফডুপ্লেক্স- এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা উভয় দিকে প্রবাহিত হয় কিন্তু একসাথে নয়। যেমনঃ ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ।
ফুলডুপ্লেক্স– এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা একই সময়ে উভয় দিকে প্রবাহিত হয়। এই মোডে একই সময়ে একই সাথে  প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ বা প্রেরণ করতে পারে। যেমন: মোবাইল ফোন, টেলিফোন।
এই বিষয়ে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর

  1. ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে?

২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৫টি

  1. কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে কী বলে?

কম্পিউটার নেটওয়ার্ক
ডেটা কমিউনিকেশন
কমিউনিকেশন
টপোলজি
সঠিক উত্তর: ডেটা কমিউনিকেশন

  1. নিচের কোনটি কমিউনিকেশন মাধ্যম নয়?

মোবাইল ফোন
ই-মেইল
ইন্টারনেট
বিমান
সঠিক উত্তর: বিমান

  1. মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভূক্ত?

Simplex Mode
Half Duplex
Full Duplex Mode
Simple Mode
সঠিক উত্তর: Full Duplex Mode

  1. ক্লোর, কোডিং, বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরী হয়?

অপটিক্যাল ফাইবার
টুইস্টেড পেয়ার
কো-এক্সিয়াল
হাব
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার

  1. যে প্রক্রিয়ার সুষ্ঠু ও সাবলীলভাবে যোগাযোগ সাধিত হয় তাকে কী বলে?

কম্পিউটার সিস্টেম
কমিউনিকেশন সিস্টেম
মোবাইল সিস্টেম
মেইলিং সিস্টেম
সঠিক উত্তর: কমিউনিকেশন সিস্টেম

  1. টেলিকমিউনিকেশন অর্থ কী?

কাছের যোগাযোগ
দূরবর্তী যোগাযোগ
কথোপকথন
যোগাযোগ
সঠিক উত্তর: দূরবর্তী যোগাযোগ

  1. কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে একস্থানে হতে অন্যস্থানে প্রেরণ কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম?

Optical Communication System
Radio Communication System
Duplex Communication System
Digital Communication System
সঠিক উত্তর: Digital Communication System

  1. নিম্নের কোনটি রেডিও সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়?

অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম
রেডিও কমিউনিকেশন সিস্টেম
ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
সবগুলো
সঠিক উত্তর: অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম

  1. যে কমিউনিকেশনের সিস্টেমের মাধ্যমে প্রেরক ও প্রাপক একই সাথে তথ্য বিনিময় করতে পারে তাকে কী বলে?

কৌশলগত কমিউনিকেশন সিস্টেম
হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম
রেডিও কমিউনিকেশন সিস্টেম
সঠিক উত্তর: হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম

  1. কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি?

৩টি
৪টি
৫টি
৬টি
সঠিক উত্তর: ৫টি

  1. ট্রান্সমিশন সিস্টেম হলো?

মাধ্যম
প্রাপক
প্রেরক
গন্তব্য
সঠিক উত্তর: প্রেরক

  1. নিম্নের কোনটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে?

মডুলেটর
ডিমডুলেটর
ডিকোডার
মডেম
সঠিক উত্তর: মডুলেটর

  1. নিম্নের কোনটি তথ্যের উৎস?

কম্পিউটার
টেলিফোন
স্যাটেলাইট
টেলিফোন লাইন
সঠিক উত্তর: কম্পিউটার

  1. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রুপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে?

রাউটিং
মডুলেশন
সুইচিং
নেটওয়ার্কিং
সঠিক উত্তর: মডুলেশন

  1. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগ কে কী বলে?

মডেম
নেটওয়ার্ক
ফ্যাক্স
হাইওয়ে
সঠিক উত্তর: নেটওয়ার্ক

  1. ডেটা ট্রান্সমিশন রেটকে কী বলে?

ব্যান্ড
উইডথ
ব্যান্ড উইডথ
ভয়েস ব্যান্ড
সঠিক উত্তর: ব্যান্ড উইডথ

  1. ডেটা ট্রান্সমিশন গতি কত প্রকার?

২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৫টি

  1. নিচের কোনটি কমিউনিকেশন সিস্টেম বহির্ভূত?

যোগাযোগ নেটওয়ার্ক
তথ্য বিনিময় সিস্টেম
তথ্য বিনিময় কেন্দ্র
গাড়ি চালানো
সঠিক উত্তর: তথ্য বিনিময় সিস্টেম

  1. ন্যারো ব্যান্ডের গতি-

9600 bps
45 bps
1 gbps
5 gbps
সঠিক উত্তর: 45 bps

  1. Bandwidth এর একক কোনটি?

Hz
Cycle/sec
bit/s
m/s
সঠিক উত্তর: bit/s

  1. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?

২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি

  1. ডেটা রিসিভার A এর জন্য ব্যবহৃত বাইনারি মান কোনটি?

10000001
1000001
01000010
11000001
সঠিক উত্তর: 1000001

  1. নিম্নের কোনটির প্রেরক স্টেশনের সাথে একটি প্রাইমারী স্টোরেজের প্রয়োজন হয়?

সিনক্রোনাস ট্রান্সমিশন
আইসোক্রোনাস ট্রান্সমিশন
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
আইসিক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: সিনক্রোনাস ট্রান্সমিশন

  1. ডেটা প্রবাহের দিকে উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়?

২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৩ ভাগে

  1. প্রেরক থেকে যে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?

এসিনক্রোনাস
আইসোক্রোনাস
সিনক্রোনাস
বিসিনক্রোনাস
সঠিক উত্তর: এসিনক্রোনাস

  1. ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে কী বলে?

ট্রান্সমিশন স্পীড
ডেটা কমিউনিকেশন
কম্পিউটার মোড
ডেটা ট্রান্সমিশন মোড
সঠিক উত্তর: কম্পিউটার মোড

  1. যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?

সিনক্রোনাম ট্রান্সমিশন
এসিনক্রোনাম ট্রান্সমিশন
আইসোক্রানাস ট্রান্সমিশন
বিসিনক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর: এসিনক্রোনাম ট্রান্সমিশন

  1. ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায় কোন মোডে?

হাফ ডুপ্লেক্স
সিমপ্লেক্স
ডুপ্লেক্স
ফুল ডুপ্লেক্স মোড
সঠিক উত্তর: সিমপ্লেক্স

  1. সিমপ্লেক্স মোডের উদাদহরণ-

মোবাইল ফোন
টেলিফোন
ওয়াকিটকি
রেডিও
সঠিক উত্তর: রেডিও
31.ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেটা ট্রান্সফারের কোন পদ্ধতিতে?
Synchronous
Isochronous
Asychronous
কোনাটিই নয়।
সঠিক উত্তর: Asychronous

  1. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতি প্যাকেট কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকে?

৮০-১৩২ ক্যারেক্টার
৮০-১২০ ক্যারেক্টার
১২০-১৩২ ক্যারেক্টার
১০০-১১২ ক্যারেক্টার
সঠিক উত্তর: ৮০-১৩২ ক্যারেক্টার

  1. নেটওয়ার্ক লাইন ইন্টারফেসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?

5 ভাগে
৪ ভাগে
৩ ভাগে
২ ভাগে
সঠিক উত্তর: ২ ভাগে

  1. কেবল একদিকে ডেটা প্রেরনের মোডকে কী বলে?

ডুপ্লেক্স
হাফ ডুপ্লেক্স
ফুল ডুপ্লেক্স
সিমপ্লেক্স
সঠিক উত্তর: সিমপ্লেক্স

  1. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?

0-5GHz
5-10MHz
0-5MHz
0-5KHz
সঠিক উত্তর: 0-5KHz

  1. টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরী করা হয় কী ধরনের উপাদান দিয়ে?

Iron
Copper
Glass
Gold
সঠিক উত্তর: Copper

  1. STP ক্যাবলের সর্বোচ্চ ব্যান্ডউইথড কত?

1Mbps
10Mbps
2Mbps
20Mbps
সঠিক উত্তর: 20Mbps

  1. UTP ক্যাবলের কতটি কপার তার থাকে?

২টি
৪টি
৮টি
১৬টি
সঠিক উত্তর: ৮টি

  1. ডেটা কমিউনিকেশনে কয় প্রকারের মাধ্যম রয়েছে?

২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
সঠিক উত্তর: ২প্রকার

  1. কোনটি স্বল্প দূরত্বের নেটওয়ার্ক স্থাপনে ব্যবহার করা হয়?

উপগ্রহ
রেডিওওয়েভ
ক্যাবল
স্যাটেলাইট
সঠিক উত্তর: ক্যাবল

  1. নিম্নের কোনটির মাধ্যমে একই সময়ে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব?

শেয়ার টুইস্টেড পেয়ার ক্যাবল
খ টুইস্টেড পেয়ার ক্যাবল
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
টেবেস্টোরিয়েল মাইক্রোওয়ব।
সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ

  1. STP- এর পূর্ণরুপ কী?

Share Twisted Pair
Shielded Twin Pair
Shielded Tower phone
Shielded Twisted Pair
সঠিক উত্তর: Shielded Twisted Pair

  1. নিম্নে কোনটিতে ডেটা ট্রান্সমিশন হার 100mbps থেকে 2gbps?

টুইস্টেড পেয়ার ক্যাবল
আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
কো-এক্সিয়াল ক্যাবল
অপটিক্যাল ফাইবার ক্যাবল।
সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার ক্যাবল।

  1. অপটিক্যাল ফাইবার জ্যাকেটের ব্যাস কোনটি?

200µm
300 µm
400 µm
100 µm
সঠিক উত্তর: 400 µm

  1. অপটিক্যাল ফাইবার ক্যাবল কমিউনিকেশন ব্যবস্থায় তিনটি অংশে দুটি হলো প্রেরক যন্ত্র ও গ্রাহক যন্ত্র এবং অপরটি-

মডেম
মাধ্যম
তার
ডিটেক্টর
সঠিক উত্তর: মাধ্যম

  1. রেডিও তরঙ্গ সংগঠিত হয় কোথায়?

মোটামুটি দূরত্ব
কয়েক কিলোমিটার
খুবই অল্প দূরত্ব
১ কিলোমিটার
সঠিক উত্তর: কয়েক কিলোমিটার

  1. কোন যন্ত্রটি নিম্ন শক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?

ব্লুটুথ
রেডিও
টেলিভিশন
কম্পিউটার
সঠিক উত্তর: ব্লুটুথ

  1. কোন প্রযুক্তি ব্যবহার করে শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করতে পারে?

Wi-Max
Wifi
Bluetooth
GPS
সঠিক উত্তর:( Wi-Max

  1. বেতার তরঙ্গের সীমা কত?

20km-30km
1km-50km
1mm-10km
50km-100km
সঠিক উত্তর: 1mm-10km

  1. ভূ-পৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?

স্যাটেলাইট মাইক্রোওয়েভ
রেডিও মাইক্রোওয়েভ
টিভি মাইক্রোওয়েভ
টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
সঠিক উত্তর: টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

  1. কোনটি ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগের পদ্ধতি-

WWAN
WMAN
WPAN
WLAN
সঠিক উত্তর: WPAN

  1. কয়েকটি wireless LAN মিলে নিম্নের কোনটি গঠিত হয়?

WWAN
WMAN
WPAN
WLAN
সঠিক উত্তর: WMAN

  1. কোনটিতে Wi-Max প্রযুক্তি ব্যবহার করা হয়?

WWAN
WMAN
WPAN
WLAN
সঠিক উত্তর: WMAN

  1. দূরে গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যে বিভিন্ন বিপর্যয় পর্যবেক্ষন কাজ- এ নিম্নের কোনটির ব্যবহার করা হয়?

রেডিও ওয়েভ
স্যাটেলাইট মাইক্রোওয়েভ
টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
ওয়্যারলেস
সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ

  1. বর্তমানে মোবইল ফোনে ওয়্যারলেস প্রযুক্তিতে বহুল ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

ওয়াই-ফাই
তার মাধ্যমে
অপটিক্যাল ফাইবার
কো-এক্সিয়াল
সঠিক উত্তর: ওয়াই-ফাই

  1. LMR-এর পূর্ণরুপ কী?

Local Mobile Radio
Local Mobile Resister
Land Mobile Radio
Local Mbality Radio
সঠিক উত্তর: Land Mobile Radio

  1. SMR- এর পূর্ণরুপ কী?

Specialized Mobile Radio
Speed Mobile Radio
Special Mobile Radio
Social Mobile Radio
সঠিক উত্তর: Specialized Mobile Radio

  1. গাড়ির চালকের গতিবিধি বা কোথায় রয়েছে তা জানার উপায় কোনটি?

জিপিএস
মোবাইল
ফেসবুক
ব্লুটুথ
সঠিক উত্তর: জিপিএস

  1. WAN- এর পূর্ণরুপ কী?

World Area Network
Wide Area Network
World After Network
World After Nature
সঠিক উত্তর: Wide Area Network

  1. ড. মার্টিন কুপার যে মোবাইলটি ১৯৭৩ সালে সর্ব প্রথম প্রদর্শন করেন তার ওজন কত ছিল?

২৫০ কেজি
৫.০০ গ্রাম
১ কেজি
১.৫ কেজি
সঠিক উত্তর: বিট

  1. ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরী হয়?

PAN
LAN
WAN
MAN
সঠিক উত্তর: PAN

  1. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?

টেলিকম
হার্ড এল্ড্রিসন
এরিকসন
আইবিএম
সঠিক উত্তর: এরিকসন

  1. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?

১৯৮০ সালে
১৯৯৪ সালে
১৯৬২ সালে
২০০৪ সালে
সঠিক উত্তর: ১৯৯৪ সালে

  1. Bluetooth Special interest group এর সদস্য কত?

প্রায় ১৭০০০
প্রায় ১২০০০
প্রায় ২০০০০
প্রায় ২৫০০০
সঠিক উত্তর: প্রায় ১৭০০০

  1. দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগের পদ্ধতিকে কী বলে?

মোবাইল ফোন
কম্পিউটার
ওয়্যারলেস কমিউনিশেন
স্মার্টফোন
সঠিক উত্তর: ওয়্যারলেস কমিউনিশেন

  1. নিম্নশক্তি সম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবহন করতে সক্ষম যে যন্ত্র তার নাম-

ইনফ্রারেড
ব্লুটুথ
মোবাইল ফোন
রেডিও
সঠিক উত্তর: ব্লুটুথ

  1. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারে?

10cm-10m
1km-10km
10m-20m
10cm-40m
সঠিক উত্তর: 10cm-10m

  1. ব্লুটুথের ফলে কোন নেটওয়ার্ক তৈরী হয়?

PAN
LAN
WAN
MAN
সঠিক উত্তর: PAN

  1. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?

টেলিকম
হার্ড এন্ড্রিসন
এরিকসন
টেলিকম এরিকসন
সঠিক উত্তর: এরিকসন

  1. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?

১৯৮০
১৯৯৪
১৯৬২
২০০৪
সঠিক উত্তর: ১৯৯৪

  1. লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে-

অফিসভিত্তিক নেটওয়ার্ক
রুমভিত্তিক নেটওয়ার্ক
জেলাভিত্তিক নেটওয়ার্ক
বিভাগীয় নেটওয়ার্ক
সঠিক উত্তর: অফিসভিত্তিক নেটওয়ার্ক

  1. Wi-fi- এর স্ট্যান্ডার্ড হচ্ছে-

IEEE 80.211
IEE 802.11
IEEE 802.11
IEE 80.211
সঠিক উত্তর: IEEE 802.11

  1. IEEE এর পূর্ণরুপ কী?

Institute of Electrical and Electronics Engineers
Institute of Electrical and Electronics Engineers
Impact of Electrical and Electronics Engineers
Institute of Electrical and Electronics Engineers
সঠিক উত্তর: Institute of Electrical and Electronics Engineers

  1. Wi-Max এর প্রধান অংশ কয়টি?

২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি

  1. ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত কোনটি?

Wi-Max রিসিভার
Max বেস স্টেশন
Wi-Max বেস স্টেশন
Wi-Fi রিসিভার
সঠিক উত্তর: Wi-Max বেস স্টেশন

  1. Wi-Max নেটওয়ার্কে ১০ কিলোমিটারের মধ্যে গতি কত?

1 mbps
20 gbps
10 mbps
2 gbps
সঠিক উত্তর: 10 mbps

  1. বাংলাদেশে কে প্রথম ওয়াইমাক্স সুবিধা প্রদান করেন?

Banglalion
Ollo
Qubee
Augure
সঠিক উত্তর: Qubee

  1. ওয়াই-মাক্স এর ডেটা প্রবাহের হার কত?

১০ মেগাবাইট/সেকেন্ড
৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড
৬০ মেগাবাইট/সেকেন্ড
১ মেগাবাইট/সেকেন্ড
সঠিক উত্তর: ৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড

  1. ২০১১ সালে স্থির স্টেশনগুলোতে তথ্য ট্রান্সমিশনের হার সেকেন্ডে কত করা হয়েছে?

১ জিবি
৫১২ এমবি
২ জিবি
২৫৬ এমবি
সঠিক উত্তর: ১ জিবি

  1. কোন প্রজন্মের মোবাইল সিস্টেমে NMT ব্যবহার শুরু হয়?

১ম প্রজন্ম
২য় প্রজন্ম
৩য় প্রজন্ম
৪র্থ প্রজন্ম
সঠিক উত্তর: ১ম প্রজন্ম

  1. ব্যাংকের শাখা অফিসের মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক পদ্ধতি গড়ে উঠে সেই নেটওয়ার্কের নাম কী?

MAN
LAN
PAN
CAN
সঠিক উত্তর: MAN

  1. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্যে কোন হার্ডওয়ার ব্যবহার করা হয়?

হাব
রাউটার
সুইচ
নিক
সঠিক উত্তর: রাউটার

  1. NTTC সেলুলার টেলিফোন উৎপাদন শুরু করে-

প্রথম প্রজন্মে
তৃতীয় প্রজন্মে
দ্বিতীয় প্রজন্মে
চতুর্থ প্রজন্মে
সঠিক উত্তর: দ্বিতীয় প্রজন্মে

  1. দ্বিতীয় প্রজন্ম হলো-

নেটওয়ার্ক
ইনফ্রারেড
তারবিহীন নেটওয়ার্ক
ব্লুটুথ
সঠিক উত্তর: ব্লুটুথ

  1. কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থায় যুক্ত হয়-

দুটি কম্পিউটার
দুই বা ততোধিক কম্পিউটার
একটির সাথে অন্যটি
তিনটি কম্পিউটার
সঠিক উত্তর: দুই বা ততোধিক কম্পিউটার

  1. নেটওয়ার্ক হলো-

কম্পিউটারে তথ্য সংরক্ষন করা
ডাক যোগাযোগ
কম্পিউটারের আন্তঃসংযোগ
কম্পিউটারে তথ্য বিন্যাস
সঠিক উত্তর: কম্পিউটারের আন্তঃসংযোগ

  1. সর্বনিম্ন কয়টি কম্পিউটারের মধ্যে ক্যাবল যুক্ত করে নেটওয়ার্কিং করা যায়?

২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ২টি

  1. নিচের কোনটি নেটওয়ার্ক শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়?

হার্ডওয়ার ও সফটওয়ার
তথ্য বিনিময় ও সফটওয়ার
তথ্য বিনিময় ও হার্ডওয়ার
তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার
সঠিক উত্তর: তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার

  1. নেটওয়ার্কের উদ্দেশ্য হলো ব্যবহারকারীর পরস্পরের মধ্যে কম্পিউটার— কে ভাগাভাগি করে ব্যবহার করা।

কম্পিউটার
রিসোর্স
মডেম
সার্ভার
সঠিক উত্তর: রিসোর্স

  1. PAN নেটওয়ার্ক তৈরী করা যায়-

বাড়ি, অফিস, গাড়ি
বাড়ী. অফিস, জেলা
বাড়ি, গাড়ি, শহর
অফিস, কলেজ, অন্যদেশ
সঠিক উত্তর: বাড়ি, অফিস, গাড়ি

  1. LAN WAN সাধারণত গড়ে উঠে— সীমানার মধ্যে।

১০ কিঃমিঃ
১ কিঃমিঃ
১০০ মিঃ
১০০ কিঃমিঃ
সঠিক উত্তর: ১০০ মিঃ

  1. LAN ও MAN নিয়ে গঠিত হয়-

WAN
PAN
CAN
VAN
সঠিক উত্তর: WAN

  1. লোকাল এরিয়া নেটওয়ার্ক —

খুব কাছাকাছি নয় এরুপ কম্পিউটারের মধ্যে
খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটারের মধ্যে
কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ
পাশাপাশি দেশের কম্পিউটারের মধ্যে
সঠিক উত্তর: কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ

  1. NIC এর পূর্ণরুপ কী?

Network Net Card
Network Interface Card
Neutal Interface Card
New International Card
সঠিক উত্তর: Network Interface Card

  1. হাবের গতি অপেক্ষা সুইচের গতি-

কম
অনেক বেশি
বেশি
সমান
সঠিক উত্তর: কম

  1. অধিক ক্ষমতাযুক্ত হাব কে কী বলে?

কম মেধাযুক্ত হাব
বুদ্ধিমান হাব
বোকা হাব
চালাক হাব
সঠিক উত্তর: বুদ্ধিমান হাব

  1. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?

রাউটার
ব্রাউটার
রাউটিং
হাব
সঠিক উত্তর: রাউটিং

  1. রাউটিং এর জন্য যে হার্ডওয়ার ব্যবহার করা হয় তাকে কী বলে?

ব্রাউটার
রাউটার
গেটওয়ে
হাব
সঠিক উত্তর: রাউটার

  1. কোনো ব্যবহারকারী নেটওয়ার্কের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে নিচের কোনটি ব্যবহার করতে পারবে?

ফটোকপিয়ার
টেলিফোন
স্ক্যানার
মোবাইল
সঠিক উত্তর: স্ক্যানার

  1. নেটওয়ার্ক ফাংশনের প্রধান কাজ কয়টি?

২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি

  1. কোন টপোলজি বৃত্তাকার?

হাইব্রিড টপোলজি
স্টার টপোলজি
রিং টপোলজি
ট্রি টপোলজি
সঠিক উত্তর: রিং টপোলজি

  1. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রনকারী কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারের সংযুক্ত হওয়ার টপোলজিকে কী বলে?

বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
ট্রি টপোলজি
সঠিক উত্তর: স্টার টপোলজি

  1. কোন টপোলজির নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান-প্রদান করতে পারেনা?

স্টার টপোলজি
রিং টপোলজি
শংকর টপোলজি
শাখা-প্রশাখা টপোলজি
সঠিক উত্তর: স্টার টপোলজি

  1. স্টার টপোলজির সম্প্রসারিত রুপ কী?

রিং টপোলজি
শাখা-প্রশাখা টপোলজি
বাস টপোলজি
ট্রি টপোলজি
সঠিক উত্তর: শাখা-প্রশাখা টপোলজি

  1. কোন নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হোস্ট কম্পিউটার অপরিহার্য?

বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
পরস্পর সম্পর্কযুক্ত টপোলজি
সঠিক উত্তর: স্টার টপোলজি

  1. হাইব্রিড টপোলজির উদাহরণ কোনটি?

মডেম
ইন্টারনেট
সার্ভার
মোবাইল ফোন
সঠিক উত্তর: ইন্টারনেট

  1. ডেটা কমিউনিকেশনের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়-

(i) ফাইবার অপটিক্স
(ii) ক্যাবল
(iii) মডেম
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii

  1. ডেটা কমিউনিকেশনের উৎস হলো-

(i) কম্পিউটার
(ii) টেলিফোন
(iii) ক্যাবল
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii

  1. কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়-

(i) ই-বিজনেস
(ii) তথ্য বিনিময়
(iii) শিক্ষার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii

  1. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিগুলো হচ্ছে-

(i) Asyncronous
(ii) Synchronous
(iii) Isochronous
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii

  1. Asynchronous এর সুবিধা হচ্ছে-

(i) বেশি পরিমান ডেটা ট্রান্সফার করা যায়
(ii) সময় কম প্রয়োজন হয়
(iii) খরচ কম লাগে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii

  1. সিনক্রোন ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ঠ্য-

(i) তুলনামূলক খরচ
(ii) তুলনামূলক সহজ
(iii) ট্রেইলার ব্লক ব্যবহারিত হয়
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii

  1. টুইস্টেড পেয়ার ব্যবহৃত হয়-

(i) টেলিফোন নেটওয়ার্কিং-এ
(ii) গ্রাম্য যোগাযোগের ক্ষেত্রে
(iii) ডিশ এন্টেনা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও iii

  1. অপটিক্যাল ফাইবার তৈরীতে ব্যবহৃত হয়-

(i) কাঁচ
(ii) প্লাস্টিক
(iii) ইস্পাত
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii

  1. Wi-Max এর অংশ-

(i) Wi-Max বেস স্টেশন
(ii) Wi-Max রিসিভার
(iii) Wi-Max ট্রান্সরিসিভার
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii

  1. Wi-Max এর অংশ –

(i) Wi-Max বাড়ীতে বা মোবাইলে ইন্টারনেটে সংযোগ দিয়ে থাকে
(ii) দূরবর্তী স্থানে ক্ষেত্রে আমরা Wi-Max ব্যবহার করতে পারি
(iii) Wi-Max এ যোগাযোগ সহজ নয়।
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii

  1. কয়েকটি সাধারণ নেটওয়ার্ক-

(i) PNA
(ii) MAN
(iii) KAN
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii

  1. PNA ডিভাইসের উদাহরণ-

(i) ল্যাপটপ
(ii) মডেম
(iii) মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও iii
অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নঃ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১৯, ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও:
এস.এম. আলমগীর তা ইংলান্ড প্রবাসী বোন শেখ তাহমিনা আক্তারের সাথে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করে।

  1. আলমগীর কর্তৃক ব্যবহৃত ইন্টারনেট কোন ধরনের কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ?

তার মাধ্যমে
তারবিহীন মাধ্যমে
টেলিফোন
ধাতব
সঠিক উত্তর: তারবিহীন মাধ্যমে

  1. সোহেল কোনো ই-মেইল করলে সে কমিউনিকেশন সিস্টেমের কোন উপাদান হবে?

প্রেরক
প্রাপক
প্রটোকল
গন্তব্য
সঠিক উত্তর: প্রেরক

  1. আলমগীরের ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমের কোন ধরনের উপাদান?

Protocol
Destination
Receiver
Medium
সঠিক উত্তর: Medium
নিচের উদ্দীপকটি পড় এবং ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও:
কোনো একটি মডেল কলেজে ৫ম তলা বিশিষ্ঠ ভবনে বিভিন্ন তলায় স্থাপিত কম্পিউটারসমূহকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

  1. তাদের নেটওয়ার্কটি গড়ে উঠতে পারে?

(i) ক্যাবলের মাধ্যমে
(ii) রেডিও লিংকের মাধ্যমে
(iii) WAN এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii

  1. তাদের কম্পিউটারগুলো নেটওয়ার্ক করার ফলে সকল সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-

(i)তথ্য আদান-প্রদান
(ii)ই-মেইল আদান-প্রদান
(iii)প্রিন্টার শেয়ার করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও:
তার, রেডিও ওয়েব, মাইক্রোওয়েব উভয়ের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। তবে পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক মাধ্যমে তার হলে অনেক অসুবিধার সম্মুক্ষিন হতে হয়।

  1. উদ্দীপকে তারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-

(i) অপটিক্যাল ফাইবার
(ii) টুইস্টেড পেয়ার কেবল
(iii) কো-এক্সিয়াল কেবল
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii

  1. পাহাড়ী এলাকায় নেটওয়ার্ক মাধ্যম কোনটি হলে সুবিধাজনক?

কো-এক্সিয়াল
অপটিক্যাল ফাইবার
ওয়্যারলেস
টুইস্টেড পেয়ার
সঠিক উত্তর: ওয়্যারলেস
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও:
শিক্ষা মন্ত্রাণালয় থেকে একটি ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানের মাধ্যমে অন-লাইনে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্ভোবন করা হলো। উক্ত অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?

  1. শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?

ঢাকা শহরের সকল কলেজের
রাজশাহী বোর্ডের কলেজর
শুধুমাত্র নির্দিষ্ট কলেজ
নেটওয়ার্কের অধীনের সকল কলেজ
সঠিক উত্তর: শুধুমাত্র নির্দিষ্ট কলেজ

  1. উদ্দীপকে যে মোড হিসেবে ডেটা প্রেরণ করা হবে তা হলো-

ইউনিকস্ট মোড
মাল্টিকাস্ট মোড
ব্রডকাস্ট মোড
হাফ ডুপ্লেক্স মোড
সঠিক উত্তর: মাল্টিকাস্ট মোড
 
 
 -Writer,

Fazle Rabbi,

Dept of CSE,

United International University.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *