সেসকুই অক্সাইড (Sesqui oxide)
আমাদের আজকের আলোচনা একটি অক্সাইডের বিশেষ নাম নিয়ে! সেটি হচ্ছে “সেসকুই অক্সাইড (Sesqui oxide)”। আশা করি তোমরা জানো অক্সাইড কি এবং কাকে বলে? অক্সাইড হচ্ছে ধাতু এবং অধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ার ফলে প্রাপ্ত যৌগ। ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ধাতব অক্সাইড আর অধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় অধাতব অক্সাইড উৎপন্ন হয়।
এখন চলো, আগে কতগুলি সেসকুই অক্সাইডের উদাহরণ দেখে নিই !
B2O3 → বোরন সেসকুই অক্সাইড
N2O3 → নাইট্রোজেন সেসকুই অক্সাইড
Al2O3 → অ্যালুমিনিয়াম সেসকুই অক্সাইড
P2O3 → ফসফরাস সেসকুই অক্সাইড
Cl2O3 → ক্লোরিন সেসকুই অক্সাইড
Sc2O3 → স্ক্যান্ডিয়াম সেসকুই অক্সাইড
Ti2O3 → টাইটেনিয়াম সেসকুই অক্সাইড
V2O3 → ভ্যানাডিয়াম সেসকুই অক্সাইড
Cr2O3 → ক্রোমিয়াম সেসকুই অক্সাইড
Mn2O3→ ম্যাঙ্গানিজ সেসকুই অক্সাইড
Fe2O3 → আয়রন সেসকুই অক্সাইড
Co2O3 → কোবাল্ট সেসকুই অক্সাইড
Ni2O3 → নিকেল সেসকুই অক্সাইড
Ga2O3 → গ্যালিয়াম সেসকুই অক্সাইড
As2O3 → আর্সেনিক সেসকুই অক্সাইড
Br2O3 → ব্রোমিন সেসকুই অক্সাইড
Pb2O3 → লেড সেসকুই অক্সাইড
Sb2O3 → অ্যান্টিমনি সেসকুই অক্সাইড
এখন কথা হচ্ছে এতগুলো উদাহরণ না দিলে-ও চলে ! কিন্তু ইচ্ছে করে দেওয়া হয়েছে, যাতে প্রতিটি অক্সাইডের নাম পড়বার সময় একবার করে “সেসকুই” শব্দটি কন্ঠে উচ্চারিত হয়…!
এখন আসি আসল প্রসঙ্গে !
“সেসকুই(Sesqui)” শব্দটির অর্থ হচ্ছে… দেড় ! অঙ্কের ভাষায় লিখতে গেলে দাড়ায়… ১.৫ ! এখানে খেয়াল করলে দেখবে, প্রতিটি অক্সাইডে ২টি পরমানু(ধাতব/অধাতব) ৩টি অক্সিজেন পরমানুর সাথে যুক্ত ! অন্যভাবে এটা বলা যায়, প্রতিটি পরমানু ১.৫টি অক্সিজেন পরমানুর সাথে যুক্ত !
এটা একটা সরল সমীকরণ মাত্র। শুধুমাত্র বোঝানোর তাগিদে এটি বলছি। এখানে পরমানুর ব্রাকেটে ধাতব/অধাতব লিখার কারণ হচ্ছে, এই অক্সাইডগুলির মধ্যে B, N, P, Cl এবং Br হচ্ছে অধাতু আর Ga, As এবং Sb হচ্ছে অর্ধ-ধাতু এবং বাকিরা ধাতু… অক্সিজেন ব্যতিরেকে…!
· খেয়াল করে দেখবে, প্রতিটি অক্সাইডে অক্সিজেন ব্যাতিত অন্য পরমানুটির জারণ মান +3 !
· আরো একটি ব্যাপার, P2O3 প্রকৃতিতে P4O6 রূপে বিদ্যমান !
· এবং, শেষতক পর্যায় সারণীর গ্রুপ-3 এর ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস এর মৌলগুলির-ও বেশ কতগুলি সেসকুই অক্সাইড বিদ্যমান, যেগুলি উল্লেখ করা হয় নি, কারণ সেগুলি জানার প্রয়োজন নেই !