সেসকুই অক্সাইড (Sesqui oxide)

 

আমাদের আজকের আলোচনা একটি অক্সাইডের বিশেষ নাম নিয়ে! সেটি হচ্ছে “সেসকুই অক্সাইড (Sesqui oxide)”। আশা করি তোমরা জানো অক্সাইড কি এবং কাকে বলে? অক্সাইড হচ্ছে ধাতু এবং অধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ার ফলে প্রাপ্ত যৌগ। ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ধাতব অক্সাইড আর অধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় অধাতব অক্সাইড উৎপন্ন হয়।

এখন চলো, আগে কতগুলি সেসকুই অক্সাইডের উদাহরণ দেখে নিই !

 

B2O3  বোরন সেসকুই অক্সাইড

N2O3  নাইট্রোজেন সেসকুই অক্সাইড

Al2O3 অ্যালুমিনিয়াম সেসকুই অক্সাইড

P2O3  ফসফরাস সেসকুই অক্সাইড

Cl2O3 ক্লোরিন সেসকুই অক্সাইড

Sc2O3 স্ক্যান্ডিয়াম সেসকুই অক্সাইড

Ti2O3 টাইটেনিয়াম সেসকুই অক্সাইড

V2O3  ভ্যানাডিয়াম সেসকুই অক্সাইড

Cr2O3 ক্রোমিয়াম সেসকুই অক্সাইড

Mn2O3 ম্যাঙ্গানিজ সেসকুই অক্সাইড

Fe2O3 আয়রন সেসকুই অক্সাইড

Co2O3 কোবাল্ট সেসকুই অক্সাইড

Ni2O3 নিকেল সেসকুই অক্সাইড

Ga2O3 গ্যালিয়াম সেসকুই অক্সাইড

As2O3 আর্সেনিক সেসকুই অক্সাইড

Br2O3 ব্রোমিন সেসকুই অক্সাইড

Pb2O3 লেড সেসকুই অক্সাইড

Sb2O3 অ্যান্টিমনি সেসকুই অক্সাইড

 

এখন কথা হচ্ছে এতগুলো উদাহরণ না দিলে-ও চলে ! কিন্তু ইচ্ছে করে দেওয়া হয়েছে, যাতে প্রতিটি অক্সাইডের নাম পড়বার সময় একবার করে “সেসকুই” শব্দটি কন্ঠে উচ্চারিত হয়…!

 

এখন আসি আসল প্রসঙ্গে ! 

“সেসকুই(Sesqui)” শব্দটির অর্থ হচ্ছে… দেড় ! অঙ্কের ভাষায় লিখতে গেলে দাড়ায়… ১.৫ ! এখানে খেয়াল করলে দেখবে, প্রতিটি অক্সাইডে ২টি পরমানু(ধাতব/অধাতব) ৩টি অক্সিজেন পরমানুর সাথে যুক্ত ! অন্যভাবে এটা বলা যায়, প্রতিটি পরমানু ১.৫টি অক্সিজেন পরমানুর সাথে যুক্ত !

 

এটা একটা সরল সমীকরণ মাত্র। শুধুমাত্র বোঝানোর তাগিদে এটি বলছি। এখানে পরমানুর ব্রাকেটে ধাতব/অধাতব লিখার কারণ হচ্ছে, এই অক্সাইডগুলির মধ্যে B, N, P, Cl এবং Br হচ্ছে অধাতু আর Ga, As এবং Sb হচ্ছে অর্ধ-ধাতু এবং বাকিরা ধাতু… অক্সিজেন ব্যতিরেকে…! 

 

·         খেয়াল করে দেখবে, প্রতিটি অক্সাইডে অক্সিজেন ব্যাতিত অন্য পরমানুটির জারণ মান +3 ! 

 

·         আরো একটি ব্যাপার, P2O3 প্রকৃতিতে P4O6 রূপে বিদ্যমান !

 

·         এবং, শেষতক পর্যায় সারণীর গ্রুপ-3 এর ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস এর মৌলগুলির-ও  বেশ কতগুলি সেসকুই অক্সাইড বিদ্যমান, যেগুলি উল্লেখ করা হয় নি, কারণ সেগুলি জানার প্রয়োজন নেই !  

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *