বাংলায় একাডেমিকভাবে বিজ্ঞান চর্চার একটি মাধ্যম গড়ে তোলার কথা ভেবেছি আমরা। এমন একটি মাধ্যম, যেখানে পাঠ্যপুস্তকের বিজ্ঞান নিয়ে প্রয়োজনীয় আলোচনা তো থাকবেই, ইচ্ছে থাকা সত্ত্বেও যে বিষয়গুলো নিয়ে লেখকরা পাঠ্যপুস্তকে আলোচনা করতে পারেন নি, সে সব বিষয় নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। এবং, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মাঝেই আমাদের বাংলায় বিজ্ঞান চর্চা যেন থেমে না যায়, সেটি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরেও বর্তমান সময়ে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে যে সব কাজ হচ্ছে- এসব নিয়েও থাকবে প্রবন্ধ-নিবন্ধ। এই মাধ্যমটি সবার জন্যে উন্মুক্ত থাকবে। যে কেউ লিখতে পারবেন, আমরা সেটিকে পৌঁছে দেয়ার চেষ্টা করবো সবার মাঝে।
Copyright © 2020. All rights reserved by kholasha.com | Developed & Maintained by Ultra Verge Technologies.