"খোলাসা.কম"-এ যোগদানের বাছাই পর্ব ১.১

বাংলায় একাডেমিকভাবে বিজ্ঞান চর্চার একটি মাধ্যম গড়ে তোলার কথা ভেবেছি আমরা। এমন একটি মাধ্যম, যেখানে পাঠ্যপুস্তকের বিজ্ঞান নিয়ে প্রয়োজনীয় আলোচনা তো থাকবেই, ইচ্ছে থাকা সত্ত্বেও যে বিষয়গুলো নিয়ে লেখকরা পাঠ্যপুস্তকে আলোচনা করতে পারেন নি, সে সব বিষয় নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। এবং, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মাঝেই আমাদের বাংলায় বিজ্ঞান চর্চা যেন থেমে না যায়, সেটি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরেও বর্তমান সময়ে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে যে সব কাজ হচ্ছে- এসব নিয়েও থাকবে প্রবন্ধ-নিবন্ধ। এই মাধ্যমটি সবার জন্যে উন্মুক্ত থাকবে। যে কেউ লিখতে পারবেন, আমরা সেটিকে পৌঁছে দেয়ার চেষ্টা করবো সবার মাঝে।

Join Our Team
ছবি *
Maximum upload size: 5MB
বিভাগ *
খোলাসা’য় কোন বিভাগে যোগদান করতে ইচ্ছুক- *

"খোলাসা.কম"-বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম
কন্টেন্ট রাইটার/এডিটর

এখানে আপনি কন্টেন্ট রাইটার/এডিটর হিসেবে নির্বাচিত হলে আপনাকে প্রতি মাসে আপনার পছন্দের বিষয়ে অন্তত ২ টি লেখা সাবমিট করতে হবে(তবে নিতান্তই কারো সাময়িক সমস্যা হলে কর্তৃপক্ষকে জানাতে হবে)। লেখার বিষয়বস্তু যেন অবশ্যই শুদ্ধ বাংলা ভাষায় ও সহজবোধ্য হয় সেদিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কন্টেন্ট রাইটার হিসেবে কেউ যোগদান করলে তাকে এডিটরের কাজের দায়িত্বও নিতে হবে।অর্থাৎ, অন্য রাইটারদের লেখায় প্রয়োজনীয় পরিমার্জন/সংশোধন করতে হবে(যদি লিখার বানানে/সহজবোধ্যতার অভাব থেকে থাকে)।

গ্রাফিক্স ডিজাইনার

আমাদের গ্রাফিক্সের কাজের জন্যে যারা নির্বাচিত হবেন তাদেরকে মূলত খোলাসা.কম এর ওয়েবসাইট কিংবা ফেসবুক অফিসিয়াল পেইজের জন্য বিভিন্ন পোস্টার বানানো এবং রাইটারদের কন্টেন্ট অনুযায়ী ছবির এডিটিং করা লাগতে পারে। খোলাসা.কম-এর একজন সদস্য হিসেবে আপনি নির্বাচিত হলে একদল সৃজনশীল লেখক ও গ্রাফিক্সের মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন যার ফলস্বরূপ আপনি আপনাকে অনেক দিক থেকে নিজেকে বিকশিত করার সুযোগ পাবেন।