কন্টেন্ট রাইটার/এডিটর
এখানে আপনি কন্টেন্ট রাইটার/এডিটর হিসেবে নির্বাচিত হলে আপনাকে প্রতি মাসে আপনার পছন্দের বিষয়ে অন্তত ২ টি লেখা সাবমিট করতে হবে(তবে নিতান্তই কারো সাময়িক সমস্যা হলে কর্তৃপক্ষকে জানাতে হবে)। লেখার বিষয়বস্তু যেন অবশ্যই শুদ্ধ বাংলা ভাষায় ও সহজবোধ্য হয় সেদিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কন্টেন্ট রাইটার হিসেবে কেউ যোগদান করলে তাকে এডিটরের কাজের দায়িত্বও নিতে হবে।অর্থাৎ, অন্য রাইটারদের লেখায় প্রয়োজনীয় পরিমার্জন/সংশোধন করতে হবে(যদি লিখার বানানে/সহজবোধ্যতার অভাব থেকে থাকে)।