
যখন পিছনে ফিরে
জরাজীর্ণ নিয়মের ভিড়ে
অদৃশ্য শিকলের টানে
চাকায় পিষ্ট হয়ে
তখন তারুন্যের স্পন্দন আমায় আলোড়িত করে।
শত বাধা বিপত্তি পেরিয়ে
লহুমাখা পথ মাড়িয়ে
দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার দায়ে
অধিকার আদায়ের লড়াইয়ে
তারুন্য আমায় ডাকে।
বজ্রকঠোর ধ্বনিতে
কম্পমান বায়ুস্তম্ভে
তর্জনীর গর্জনে
সাম্যের গানে
তারুন্য আমায় বিদ্রোহী করে তোলে।
ব্যারিকেডের সম্মুখে
জাগ্রত জনতার ঢলে
গুলির আঘাতে
রক্তরন্জ্ঞিত শার্টে
তারুন্য উদ্ধত করে তোলে।