Literature Canton

ধ্বংসতান্ডব

ধ্বংস তান্ডব

ধ্বংসলীলা চলছে চতুর্দিকে,

উত্তাল-মাতাল তার তান্ডব!

উড়িয়ে নিয়ে যাচ্ছে ল্যাম্পপোস্ট করাল গ্রাসে,

দিকবিদ্বিক লক্ষ্যহীন ভ্রান্ত মানব!

ধ্বংসের এই বীজ বহুপূর্বে,

বপন হয়েছে সত্ত্বায়-মনে-মস্তিষ্কে!

এখন প্রতীয়মান নির্ধারিত ফলাফল,

পরিমান দেখে ভেবে পায় না কুল !

যতকাল রবে;

হিংসার বিপরীতে প্রতিহিংসা,

চিন্তার বিপরীতে অশুভচিন্তা,

কৃতজ্ঞতার বিপরীতে অকৃতজ্ঞতা,

ভালোবাসার বিপরীতে ঘৃণা !

এভাবেই ত হিংস্র হয় মনুষত্ব্য,

যা প্রমান করতে পারে না কোনো তত্ত্ব !

এভাবেই এই ধারা চলতে থাকবে,

যতকাল এরুপ বৈপরীত্য থাকবে,

পরিবর্তন যদি করতেই হয় গুরু,

তবে ধ্যান-ধারণা-চিন্তা দিয়েই হোক শুরু !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *