
য যৌগের অনুতে পোলারিটি পরিমাপ করতে dipole moment বা দ্বিমেরু ভ্রামক ব্যবহৃত হয়। একে µ দ্বারা প্রকাশ করা হয়।
µ= Q.r esu. cm
= e.d columb meter
কোনো পোলার ডাইপোল মোমেন্টাম প্রকাশ করার জন্য এই চিহ্ন ব্যবহৃত হয়। যা ইলেক্ট্রোপজিটিভ পরমানু হতে ইলেক্ট্রোনেগেটিভ পরমানুর দিকে বা কম ইলেক্ট্রোনেগেটিভ পরমানু থেকে বেশি ইলেক্ট্রোনেগেটিভ পরমানুর দিকে ইলেক্ট্রনের গতি নির্দেশ করে।
যেমনঃ
- µ EN difference (তড়িত ঋণাত্বকতার পার্থ্যক্য )
Ex. HF > HCl > HBr > HI
- µ অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা।
- µ EN difference (তড়িত ঋণাত্বকতার পার্থ্যক্য )
Ex. HF > HCl > HBr > HI
- µ অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা।
Ex. > >
- µ [ চাক্রিক যৌগে প্রধান মূলক থেকে অন্য প্রতিস্থাপিত মূলকের কৌনিক দূরত্ব ]
Ex.
[NB: X থেকে O এর কম
X থেকে M এর বেশি
X থেকে P এর অনেক বেশি। ]
তাই ortho প্রতিস্থাপিত মূলকের µ এর মান বেশি।
ক্রমঃ
নরমাল গঠন বিশিষ্ট (যেমন Linear/সরলরৈখিক, ত্রিভূজাকৃতি বা চতুস্তূলকীয় ) Homo atomic অনুগুলো non-polar হয়।
যেমনঃ , , , , , ,
কারন তে µ=0 তাই non-polar
যেসব Homo/Hettaro যৌগ যাদের গঠন Distorted (not normal/regular) like, bent/angular/বাঁকানো, pyramidal, sea saw/sae hork এবং এদের কেন্দ্রীয় পরমানুতে Lone pair electrone থাকলে তারা polar যৌগ হয়।
যেমনঃ (Dent), (বাঁকানো ), , (Pyramid)
এদের অনুতে µ এর x ও y অক্ষ বরাবর উপাংশের একটি নির্দিষ্ট মান থাকে। তাই এরা পোলার। যদিও এদের মধ্যে কিছু Symetrical হয় তবুও এরা polar যৌগ।
Order of dipole movement :
µ > > > (non-polar)
Dipole moment এর ব্যবহার
জটিল যৌগের গঠন নির্ণয়ে।
যৌগের আয়নিক প্রকৃতি (%) নির্ণয়ে। যেমনঃ-
ionic(%) = ×100%
উদাহরণ : C-O বন্ধন দৈর্ঘ্য 140 pm এবং এর µ obs
= 0.7 D
উক্ত বন্ধনের আয়নিক চরিত্রের শতকরা পরিমান কত?
সমাধানঃ We have, ionic(%) = ×100%
Here, µ = 10 একক Decay, 1 Decay = culomb meter
µ calculated = q.r
q = +e × -p = -ep = – C
r = 140 pm = m
µ cal = C × m
= cm
= × = 6.586 D
ionic(%) = × 100% = 10.63% ionic
বন্ধন 10.63% আয়নিক।