
বৃষ্টির অবিরাম ধারা যেন
ব্যর্থতাগুলোকে ধুয়ে দিক,
বৃক্ষবেষ্ঠিত দীর্ঘছায়াগুলো যেন
মনে প্রশান্তি বয়ে দিক,
কফির ক্যাফেইন স্নায়ু উদ্দীপনায় মিশে যেন
বিরামহীন ক্লান্তিকে মুছে দিক,
পোড়া সিগারেটের ধোয়া যেন
দীর্ঘশ্বাসগুলো উড়িয়ে দিক,
তবুও আমি চাই-
পথ চলতে জনমানবশূন্য তিমির যেন
ক্ষুদ্র সত্তায় ভীতির সন্ঞ্চার করুক,
সভ্যতার চরম শিখরে যেন
মানবতার মৃত্যু মস্তিষ্ককে ভাবিয়ে তুলুক,
প্রয়োজনের নিমিত্তে মধ্যবিত্ত পঙ্গপালের পিষ্টতা যেন
মনকে ব্যাথিত করে তুলুক।